স্বাধীন ভারতবর্ষ.......... আমরা ভারতবাসী
স্বাধীন ভারতের জয়গান (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

চল এগিয়ে চল,
পণ করেছি মায়ের কাছে ভাঙবো পরাধীনতার শৃঙ্খল।
হয়েছে সময় আর দেরী নয় মুক্তির পথে এগিয়ে চল।

ভীরু নই মোরা সাহসী মোরা দেহে আছে শক্তিবল,
পরাধীন ভারতমাতার মোরা করবো মোচন শৃঙ্খল।
পাষাণ কারায় কাঁদে দেখো ঐ কয়েদীর চোখে জল,
হয়েছে সময় আর দেরী নয় মুক্তিপথে এগিয়ে চল।

চল এগিয়ে চল,
পণ করেছি মায়ের কাছে ভাঙবো পরাধীনতার শৃঙ্খল।
হয়েছে সময় আর দেরী নয় মুক্তির পথে এগিয়ে চল।

পাষাণের কারাগার রুদ্ধ দুয়ার ভেঙে যাবে হুংকারে,
বিদেশী দানবদের পাঠাবো মোরা সুদূর সাগরপারে।
মানিনা আইন করবো মোরা আইন অমান্য আন্দোলন,
দিকে দিকে উত্তাল হয়ে উঠুক ভারতের নব জাগরণ।

চল এগিয়ে চল,
পণ করেছি মায়ের কাছে ভাঙবো পরাধীনতার শৃঙ্খল।
হয়েছে সময় আর দেরী নয় মুক্তির পথে এগিয়ে চল।

কান পেতে শোন কাঁদিছে নীরবে পরাধীন ভারতমাতা,
দেশের মাটিতে বিদেশী দানব, ওরা নয় ভাগ্যবিধাতা।
কাশ্মীর থেকে কন্যা কুমারিকা জাগে আসমুদ্র হিমাচল,
হয়েছে সময় আর দেরী নয় মুক্তির পথে এগিয়ে চল।