স্বাধীন ভারতবর্ষ.......... আমরা ভারতবাসী
স্বাধীন ভারতের জয়গান (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

স্বাধীন দেশের স্বাধীনতার সূর্য অস্তমিত হল যবে।
বিদেশী শাসন থেকে স্বদেশভূমি মুক্ত হবে কবে?
ভেঙে ফেল পাষাণের কারা, চেতনা জাগালো মনে,
চেতনা জাগায় বিপ্লব, বিপ্লবীদল গড়ে সংগোপনে।

ত্যাগী বীর চিত্তরঞ্জন দাশ জাতির জনক গান্ধীজী,
আজাদ বাহিনী করিল গঠন বীর সুভাষ নেতাজী।
লালা লাজপত বাল গঙ্গাধর ও বিপিন চন্দ্র পাল,
তাঁদের জয়গানে ভারত সূর্য আজিও হেরি লাল।

মাষ্টারদা সূর্যসেন তরুণ বিপ্লবী বিনয় বাদল দিনেশ,
যাঁদের ত্যাগে ও প্রাণ বলিদানে হলো স্বাধীন এদেশ।
বীর ক্ষুদিরাম হাসিতে হাসিতে গলায় পরিলেন ফাঁসি,
আজিকে মোরা জানাই প্রণাম মিলে সবে দেশবাসী।

স্বদেশকে যাঁরা করিল স্বাধীন জীবন দিল বলিদান,
ফাঁসির মঞ্চে প্রাণ দিল যাঁরা গাহি তাদের জয়গান।
তাঁদের আত্মদানে মোদের স্বদেশভূমি হলো স্বাধীন,
স্বাধীন ভারতে ভারতবাসীরা নয়তো আজি পরাধীন।

স্বদেশের তরে সকলে করিল একসাথে রক্ত সংগ্রাম,
সময়ে এসেছে আজি তাঁদের শ্রদ্ধা সহ জানাই প্রণাম।
৭৮তম স্বাধীনতা দিবসে আমরা তাদের জানাই সম্মান,
নতুন ভারত গড়ব আমরা রাখব আমরা দেশের মান।