স্বাধীন ভারতবর্ষ.......... আমরা ভারতবাসী
স্বাধীন ভারতের জয়গান (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

জয় হে জয় হে।
হে ভারত সন্তান! গাও স্বদেশের গান।
ভারত মাতা সবাকারে করিছে আহ্বান।।

মৃত্যুরে মোরা করি নাকো ভয়,
ভীরুতাকে পিছনে ফেলে,
শত্রুর সাথে করি সংগ্রাম মোরা
হিন্দু ও মুসলমান মিলে।

হিন্দু না মুসলমান? তুমি ভারতসন্তান।
ভারত মাতা সবাকারে করিছে আহ্বান।।

জয় হে জয় হে।
হে ভারত সন্তান! গাও স্বদেশের গান।
ভারত মাতা সবাকারে করিছে আহ্বান।।

বুকে দুর্জয় শক্তি ও সাহস,
মোদের চিত্ত শঙ্কা হীন।
গর্বে মোদের ফুলে উঠে বুক,
তবু নই মোরা অতি দীন।

শৌর্য সাহস ও গরিমায় মোরা শক্তিমান।
মোরা ভারতবাসী একজাতি এক প্রাণ।।

জয় হে জয় হে।
হে ভারত সন্তান! গাও স্বদেশের গান।
ভারত মাতা সবাকারে করিছে আহ্বান।