স্বাধীন ভারতবর্ষ.......... আমরা ভারতবাসী
স্বাধীন ভারতের জয়গান (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
ভারত আমার ভারতবর্ষ দেশ মোদের স্বাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন।
ভারত আমার ভারতবর্ষ স্বাধীন মোদের দেশ,
এতদিন পরে ঘুচিল মোদের পরাধীনতার ক্লেশ।
কত না সংগ্রাম করেছি মোরা স্বাধীনতার তরে,
কত না ব্যথা সয়েছি মোরা দুই শত বছর ধরে।
ভারত আমার ভারতবর্ষ দেশ মোদের স্বাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন।
মোরা ভারতবাসী গাহি সবাই ভারতের জয়গান,
হিন্দু মুসলিম ভেদাভেদ নয়, একজাতি একপ্রাণ।
ভারত আমার ভারতবর্ষ স্বাধীন মোদের এদেশ,
এতদিন পরে ঘুচিল মোদের পরাধীনতার ক্লেশ।
স্বাধীন ভারতে সবে মোরা দেশের কাজ করব,
একই লক্ষ্য মোদের সবার সোনার ভারত গড়ব।
ভারত আমার ভারতবর্ষ দেশ মোদের স্বাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন।
হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রীস্টান, সবাই ভারতবাসী,
অপরের সুখে মোরা হাসি, দুঃখে কাঁদি দিবানিশি।
ভারত আমার ভারতবর্ষ দেশ মোদের স্বাধীন,
ভারতবাসীর গর্ব আজিকে নই মোরা পরাধীন।