খড়িপড়িয়া গ্রামপথ -------- পাশে তার নদীঘাট
সুবর্ণরেখা নদীর কবিতামালা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শীতল তরুর ছায়ে আছে আমাদের গাঁয়ে
ছোট ছোট মাটির কুটির,
গ্রাম সীমানার কাছে সুবর্ণ তটিনী আছে
সুবর্ণ রেখা নদীর তীর।

আমাদের গ্রাম থেকে পথ গেছে এঁকে বেঁকে
বামে মালঞ্চা গাঁয়ের মাঠ,
সোজা রাঙাপথ ধরে একটু হাঁটলে পরে
পাবে সুবর্ণ রেখা নদীর ঘাট।

সুবর্ণ রেখার  জল স্বচ্ছ আর সুশীতল
গাঁয়ের বধূরা স্নান করে,
সিক্ত রাঙাশাড়ি পরে কাঁখেতে কলসী ধরে
জল নিয়ে বধূ চলে ঘরে।

সুবর্ণ তটিনী বয় গরু মোষ পার হয়
যাত্রী পার হয় দলে দলে,
সরু বালি নদীচরে শালিকেরা খেলা করে
নদীঘাট ভরে কোলাহলে।

বেলা পড়ে আসে যবে পশ্চিমেতে রবি ডুবে
নদীঘাটে আঁধার ঘনায়,
লিখিল লক্ষ্মণ কবি সুবর্ণরেখার ছবি
লিখে কবি তার কবিতায়।