খড়িপড়িয়া গ্রামপথ -------- পাশে তার নদীঘাট
সুবর্ণরেখা নদীর কবিতামালা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

পার হয়ে কত মাঠ সুবর্ণরেখার ঘাট
পাশে তার নদীতট কাছে,
অপরূপ মনোহর সুন্দর নদীর চর
প্রভাত পাখিরা ডাকে গাছে।

পূবদিকে রবি উঠে পথে অটো রিক্সাগাড়ি ছুটে
উত্তর দক্ষিণে মাঠ ছাড়ি,
রাঙাপথ ধরে সোজা বোঝাই চালের বোঝা
নদীঘাটে থামে রিক্সা গাড়ি।

সরুবালি নদীচরে সোনা ঝরা রোদ ঝরে
নদীতটে চায়ের দোকান,
বিপিনের দোকানেতে বসে সবাই চা খেতে
আর খায় বিড়ি আর পান।

সুবর্ণরেখার চরে শালিকেরা খেলা করে
নীড়ে ফেরে সাঁঝের সময়,
সুশীতল নদীজল বয়ে চলে কল কল
দিবারাত্রি সকল সময়।

লিখিল লক্ষ্মণ কবি সুবর্ণরেখার ছবি
লিখে কবি তার কবিতায়,
মধ্যরাত্রে থেকে থেকে শৃগাল উঠিল ডেকে
সুবর্ণরেখা বহিয়া যায়।