শ্রী শ্রী গণেশ বন্দনা (ধর্মীয় কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

গণেশ চতুর্থী আজি মহা ধূমধাম,
আজিকে গণেশপূজা জানাই প্রণাম।
জয় দেব গজানন বিঘ্ন বিনাশন,
সর্ব সিদ্ধিদাতা তুমি পূজিব চরণ।


দেবদেবী মধ্যে তব সর্বাগ্রে পূজন,
একদন্ত স্থূল তনু গজেন্দ্র বদন।
তব শ্রীচরণে যেন থাকে মম মতি,
সবার পূজিত তুমি দেব গণপতি।


মহেশ্বর পিতা তব পার্বতী নন্দন,
বিঘ্ন বিনাশক তুমি, মুষিক বাহন।
মহাভারতের শ্লোক ব্যাসের লিখন,
শুনিয়া লিখিলে তুমি দেব গজানন।


তুমি দেব গণপতি পূজ্য সবাকার,
বিধিমতে তব পূজা বসুধা মাঝার।
গণেশ বন্দনা কাব্য হল সমাপন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।