শ্রাবণে বাদল ধারা ..... ভেসে যায় গ্রাম সারা
শ্রাবণের কবিতামালা (নবম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আসিল শ্রাবণ মাস শুভ সোমবার,
দিল্লি রাজপথে চলে যত কাঁওয়ার।
যমুনার ঘাট হতে জল নিয়ে চলে,
বাঁক কাঁধে ভক্তগণ চলে দলে দলে।

শ্রাবণে বরিষা ধারা ঝর ঝর ঝরে,
সিক্ত বস্ত্রে ভক্তগণ চলিছে মন্দিরে।
নাহি ক্ষুধা নাহি তৃষ্ণা নাহিক বিরাম,
হর হর মহাদেব কহে অবিরাম।

যমুনায় জল ভরি বাঁক কাঁধে নিয়ে,
চলে শৈবভক্ত দল রাজপথ দিয়ে।
দিল্লির মহা নগরী জন কোলাহল,
ব্যোম ব্যোম বলি নৃত্য করে অবিরল।

শুনহ শিবের ভক্ত বচন আমার,
হর শিরে ঢাল জল প্রতি সোমবার।
লিখিল লক্ষ্মণ কবি শিবের কৃপায়,
শিবের মাহাত্ম্যকথা, লিখে কবিতায়।