শ্রাবণে বাদল ধারা ..... ভেসে যায় গ্রাম সারা
শ্রাবণের কবিতামালা (অষ্টম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আসিল শ্রাবণ মাস পূণ্য শুভ মাসে,
শিবের মস্তকে জল দিতে সবে আসে।
বাঁক কাঁধে হেঁটে চলে শিব ভক্তগণ,
যমুনার ঘাটে আসি দেয় দরশন।
যমুনার জল নিয়ে বাঁক কাঁধে চলে,
মহা নগরীর পথে চলে দলে দলে।
দিল্লির রাজপথে দেখি ভক্ত শিবির,
আহারের তরে থাকে ফল দুগ্ধ নীর।
দিবারাতি পথ চলে নাহিক বিরাম,
কেহ কেহ শিবিরেতে করয়ে বিশ্রাম।
প্রতি সোমবারে হয় শিবের পূজন,
শিবের মস্তকে জল ঢালে ভক্তগণ।
শ্রাবণের মাসে কেহ ঢালে যদি জল,
শিবের কৃপায় লভে মহা পূণ্যফল।
শুন শুন ভক্তগণ আমার বচন,
জল ঢালি পূণ্য কর কহিছে লক্ষ্মণ।