শ্রাবণে বাদল ধারা ..... ভেসে যায় গ্রাম সারা শ্রাবণের কবিতামালা (ষষ্ঠ পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আসিল শ্রাবণ মাস ঝরিছে বাদল,
টুপুর টাপুর বৃষ্টি ঝরে অবিরল।
গুরু গুরু রবে কাল মেঘ গরজায়,
বিজুলি চমকি উঠে আকাশের গায়।

শ্রাবণে বাদল ঝরে টুপুর টাপুর,
ঝমাঝম ঝম ঝম করে কত সুর।
জল জমে পথঘাট হয়েছে পিছল,
সেই জলে ভেকদল করে কোলাহল।

শ্রাবণে চাষীরা সব চাষ করে মাঠে,
জলে ভিজে চাষ করে সারাদিন কাটে।
জলে ভিজে চাষীবধূ আসে মাঠ হতে,
সাবধানে চলে পথ সোজা গলিপথে।

অজয় নদীর ঘাটে মাঝি খেয়া বায়,
নৌকায় চড়িয়া সবে ওইপারে যায়।
বৃষ্টি ঝরে ঝম্ ঝম্ নদে এল বান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।