শ্রাবণে বাদল ধারা ..... ভেসে যায় গ্রাম সারা শ্রাবণের কবিতামালা (পঞ্চম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শ্রাবণে বাদল ধারা অবিরাম ঝরে,
টুপুর টাপুর বৃষ্টি সারাদিন ধরে।
মেঘ ডাকে গুরু গুরু আকাশের গায়,
চারিদিক অন্ধকার কাল মেঘে ছায়।

বিদ্যুৎ ঝলসি উঠে ঘন বরষায়,
চমকিয়া উঠে দেখি আকাশের গায়।
কোথা শুনি বাজ পড়ে কড় কড় কড়,
ঝড়ে গাছ ভেঙে পড়ে মড় মড় মড়।

নয়ন দিঘির ঘাট ভরে গেছে জলে,
মরাল মরালী জলে মাতে কোলাহলে।
কচুরি পানায় ভরে গেছে চারিধার,
পানকৌড়ি এসে ডুব দেয় বারবার।

অজয় নদীর ঘাটে মাঝি খেয়া বায়,
যাত্রীরা ওপারে যায় চড়িয়া নৌকায়।
নদীজলে উঠে ঢেউ প্রবল গর্জন,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।