শ্রাবণে বাদল ধারা ..... ভেসে যায় গ্রাম সারা শ্রাবণের কবিতামালা (চতুর্থ পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শ্রাবণে বাদলধারা ঝরে অবিরাম,
সারাদিন বারি ঝরে নাহিক বিরাম।
নদীবাঁধ ভেঙে গেছে জল ঢুকে গাঁয়ে,
গলিপথে হাঁটুজল তালবন বাঁয়ে।

গুরু গুরু মেঘ ডাকে কাল মেঘে ছায়,
বিজুলি চমকি উঠে আকাশের গায়।
কোথা যেন বাজ পড়ে কড় কড় কড়,
ঝড়ে গাছপালা ভাঙে মড় মড় মড়।

সিধুবুড়ি পুকুরেতে দেখি স্নান করে,
বাড়ি ফিরে আসে শুধু সিক্তবস্ত্র পরে।
চাষীবধূ ভিজে ভিজে আসে মাঠ হতে,
সাবধানে হেঁটে চলে কর্দমাক্ত পথে।

অজয় নদীতে আজি প্রবল প্লাবন,
তরীখানি কূলে বাঁধা নাহি মাল্লাগণ।
শ্রাবণ অজয় নদে জোয়ারের বান,
লিখিল কবিতা কবি লক্ষ্মণ শ্রীমান।