শ্রাবণে বাদল ধারা ..... ভেসে যায় গ্রাম সারা শ্রাবণের কবিতামালা (দ্বিতীয় পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আষাঢ় মাসের শেষ আসিল শ্রাবণ,
সারাদিন অবিশ্রান্ত প্রবল বর্ষণ।
নদীনালা পথঘাট জলে ভরে যায়,
মাঠে মাঠে চাষীসব লাঙল চালায়।

জলে ভিজে চাষীসব চালায় লাঙল,
ভিজে ভিজে ঘরে চলে চাষীবৌ সকল।
রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে,
মাথায় বাঁশের ছাতা সারাদিন কাটে।

শ্রাবণে বাদল ঝরে সারাদিন রাত,
জলে জলে জলাময় খেত পথঘাট।
জল জমে রাঙাপথ হয়েছে পিছল,
সেইজলে ভেকগুলি করে কোলাহল।

শ্রাবণে উত্তাল ঢেউ নদী উঠে ফুলে,
পারাপার বন্ধ আজি কেহ নাহি কূলে।
অজয়ের প্লাবনেতে ভাঙে দুই পার,
লিখিল লক্ষ্মণ কবি কবিতায় তার।