শ্রাবণে বাদল ধারা ..... ভেসে যায় গ্রাম সারা শ্রাবণের কবিতামালা (প্রথম পর্ব)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শ্রাবণে বাদল ধারা অবিরত ঝরে,
আঙিনায় জল ঢুকে মাটি লেপা ঘরে।
বাড়িতে বেড়ার ধারে আছে বাঁশবন,
গলিপথে জল নিতে আসে বধূগণ।
শ্রাবণে বরিষা ধারা ঝরে অবিরাম,
দিবারাতি বারি ঝরে নাহিক বিরাম।
রাঙাপথ জল জমে হয়েছে পিছল,
ছাতা নিয়ে গ্রামবাসী করে চলাচল।
শ্রাবণে বাদল নামে মুষল ধারায়,
নদী মাঠ খাল বিল জলে ভরে যায়।
মেঘের গর্জন শোনা যায় থেকে থেকে,
গগনে বিজুলি ধারা চলে এঁকে বেঁকে।
শ্রাবণে উত্তাল নদী কূলভাঙা ঢেউ,
ফুঁসিছে অজয় নদী কূলে নাই কেউ।
উথাল পাথাল নদী বন্ধ পারাপার,
লিখিল লক্ষ্মণ কবি কবিতায় তার।