শ্রাবণে বাদল নামে ..........নদীজল ঢুকে গ্রামে
শ্রাবণের বর্ষণ সিক্ত কবিতা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শ্রাবণে নামিল বৃষ্টি মুষল ধারায়,
কড় কড় ডাকে মেঘ ঘন বরষায়।
বিজুলি চমকি উঠে আকাশের বুকে,
ভেঙে পড়ে নদীবাঁধ গাঁয়ে জল ঢুকে।
উঠোনে বেড়ার ধারে এক হাঁটু জল,
হাঁটুজলে হাঁসগুলি করে কোলাহল।
ছাতিম গাছের তলে ভিজে রাঙীগাই,
বাছুরী গোয়ালে বাঁধা কাছে তার নাই।
নয়ন দিঘির ঘাট ডুবে গেছে জলে,
জল নিয়ে রাঙাবধু নিজ ঘরে চলে।
বৃষ্টি ভেজা রাঙা শাড়ি অঙ্গের বসন,
ঘোমটায় মুখ ঢাকা হেরি দু-নয়ন।
শ্রাবণেতে ভরা নদী প্রবল জোয়ার,
কূলভাঙা ঢেউগুলি ভাঙে দুই পাড়।
শ্রাবণে বাদল নামে নদে এল বান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।