শ্রাবণে বাদল নামে ..........নদীজল ঢুকে গ্রামে
শ্রাবণের বর্ষণ সিক্ত কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শ্রাবণে বাদল নামে নদীতে প্লাবন,
কড় কড় রবে মেঘ করিছে গর্জন।
বিজুলি চমকি উঠে আকাশের গায়,
ঝমাঝম বৃষ্টি নামে মুষল ধারায়।
শ্রাবণে বাদলধারা অবিরাম ঝরে,
নদীনালা খালবিল জলে যায় ভরে।
পথঘাট খেত মাঠ জলে জলাময়,
জলে জলে পরিপূর্ণ দিঘি জলাশয়।
নয়ন দিঘির পাড় জলে ভেঙে যায়,
পথঘাট ধানমাঠ সকলি ভাসায়।
ভেঙে গেছে নদীবাঁধ জল ঢুকে গাঁয়ে,
এক হাঁটু বহে জল তালবন বাঁয়ে।
অজয় নদীর ঘাট জনশূণ্য আজি,
কূলেতে তরণী বাঁধি চলে গেছে মাঝি।
কূলভাঙা ঢেউগুলি কূলে আছড়ায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।