শ্রাবণে বাদল নামে ..........নদীজল ঢুকে গ্রামে
শ্রাবণের বর্ষণ সিক্ত কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শ্রাবণের বৃষ্টিধারা নামিল যখন,
কড় কড় রবে মেঘ করিছে গর্জন।
অশনি ভরা বিদ্যুৎ ঝলিছে গগনে,
খাল বিল ভরে যায় প্রবল বর্ষণে।

জলে ভিজে চাষীসব চলে নিজ মাঠে,
সারাদিন করে চাষ মাঠে বেলা কাটে।
নামিল বাদল ধারা শ্রাবণের মাসে,
ধান পুঁতে চাষীবধূ ঘরে ফিরে আসে।

কাজল দিঘির ঘাট জলে ডুবে যায়,
চারিদিক ভরে আছে কচুরি পানায়।
ঘোমটায় মুখ ঢাকি রাঙাশাড়ি পরে,
জল নিয়ে রাঙাবধূ চলে নিজ ঘরে।

ফুঁসিছে অজয় নদী ছাড়িছে হুঙ্কার,
ভরা নদী পার হয় সাধ্য আছে কার?
মাঝি নাই তরী বাঁধা আছে কিনারায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।