শ্রাবণে বাদল নামে ..........নদীজল ঢুকে গ্রামে
শ্রাবণের বর্ষণ সিক্ত কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
নামিল বাদলধারা শ্রাবণের মাসে,
খালবিল দিঘি সব জলে জলে ভাসে।
পথেঘাটে জল কাদা হয়েছে পিছল,
সাবধানে গ্রামবাসী করে চলাচল।
গগনে গরজে মেঘ ঘন বরষায়,
বিজুলি চমকি উঠে আকাশের গায়।
কড় কড় ডাকে মেঘ শব্দ ভয়ঙ্কর,
শ্রাবণের বারিধারা ঝরে ঝর ঝর।
রাঙাবধূ মুখখানি ঢাকি ঘোমটায়,
কলসীতে জল নিয়ে জলে ভিজে যায়।
চাষীবধূ ভিজে ভিজে আসে মাঠ হতে,
সাবধানে হাঁটে পথ কর্দমাক্ত পথে।
নদীজলে ঢেউ উঠে দারুণ প্লাবন,
ফুঁসিছে অজয় নদী করিছে গর্জন।
ভেঙে গেছে নদীবাঁধ জল ঢুকে গাঁয়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।