শ্রাবণে বাদল নামে ..........নদীজল ঢুকে গ্রামে
শ্রাবণের বর্ষণ সিক্ত কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আসিল শ্রাবণ মাস নামিল বাদল,
পথঘাট নদী মাঠ চারিদিকে জল।
নদীবাঁধ ভেঙে গেছে জল ঢুকে গাঁয়ে,
চারিদিকে হাঁটুজল বাঁশবন বাঁয়ে।
শ্রাবণে বাদল নামে কাল মেঘে ছায়,
কড় কড় মেঘ ডাকে শব্দ শোনা যায়।
ঝমাঝম বৃষ্টি পড়ে শ্রাবণের মাসে,
গাঁয়ের চাষীরা সব ব্যস্ত থাকে চাষে।
রাঙাবধূ জলে ভিজে জল নিয়ে যায়,
কাঁখেতে কলসী মুখ ঢাকি ঘোমটায়।
নয়ন দিঘির ঘাটে মরাল মরালী,
জলে ভিজে দুইজনে করে জলকেলি।
শ্রাবণে অজয় নদে দারুণ প্লাবন,
কূলভাঙা ঢেউ করে প্রবল গর্জন।
বৃষ্টি ঝরে ঝম্ ঝম্ নদে এল বান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।