শ্রাবণে বাদল নামে ..........নদীজল ঢুকে গ্রামে
শ্রাবণের বর্ষণ সিক্ত কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আসিল শ্রাবণ মাস নামিল বাদল,
চারিদিক জলাময় জল শুধু জল।
দিনরাত অবিরাম শুধু বৃষ্টি ঝরে,
নয়ন দিঘির ঘাট জলে গেছে ভরে।

মেঘে ঢাকা গগনেতে জ্বলিছে অশনি,
কালমেঘে শোভিতেছে যেন সৌদামিনী।
গুরু গুরু রবে মেঘ করিছে গর্জন,
অঝোর ধারায় বৃষ্টি প্রবল বর্ষণ।

শ্রাবণে নামিল বৃষ্টি অঝোর ধারায়,
পথে ঘাটে হাঁটুজল পথ চলা দায়।
হাঁটুজলে হাঁসগুলি করে কোলাহল,
শ্রাবণের বারিধারা ঝরে অবিরল।

নদীজলে উঠে ঢেউ প্রবল বন্যায়,
কূলভাঙা ঢেউগুলি কূলে আছড়ায়।
নদীবাঁধ ভেঙে গেছে জল ঢুকে গাঁয়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।