শ্রাবণে বাদল নামে ..........নদীজল ঢুকে গ্রামে
শ্রাবণের বর্ষণ সিক্ত কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শ্রাবণে বাদল ঝরে ঘন বরষায়,
নদীবাঁধ ভেঙে পড়ে গ্রাম ভেসে যায়।
নীড়হারা পাখিদের শুনি কোলাহল,
জলে জলে জলাময় জল শুধু জল।

পবিত্র শ্রাবণ মাসে প্রতি সোমবার,
শৈবভক্ত সবে আসে কূলে যমুনার।
যমুনার জল নিয়ে বাঁক কাঁধে চলে,
রাজপথ পূর্ণ হয় জন কোলাহলে।

হর হর ব্যোম ব্যোম ডাকে উচ্চস্বরে,
বাঁক নিয়ে চলে সবে রাজপথ ধরে,
কেহ কেহ নৃত্য করে কেহ করে নাম,
ক্ষুধা তৃষ্ণা ভুলি সবে চলে অবিরাম।

শুন শুন শিবভক্ত বচন আমার,
শিবের মস্তকে ঢাল জল যমুনার।
পবিত্র শ্রাবণ মাস পূণ্য শুভক্ষণ,
কবিতা লিখিল কবি ভাণ্ডারী লক্ষ্মণ।