শ্রাবণে বাদল নামে ..........নদীজল ঢুকে গ্রামে
শ্রাবণের বর্ষণ সিক্ত কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শ্রাবণে নামিল বৃষ্টি ঘন বরষায়,
গুরুগম্ভীর মেঘের শব্দ শোনা যায়।
বিদ্যুৎ ঝলসি উঠে গগনে গগনে,
দিঘি জলাশয় ভরে প্রবল বর্ষণে।
আটচালা চালাঘর ডোবা হাঁটুজলে,
পাশ দিয়ে লোকজন পায়ে হেঁটে চলে।
কাজলা দিঘির জলে মরাল মরালী
প্রবল বর্ষণে দোঁহে করে জলকেলি।
মাথায় বাঁশের ছাতা গাঁয়ের রাখাল,
হাঁটুজলে পথ চলে নিয়ে গরুপাল।
জলে ভিজে চাষীসব চালায় লাঙল,
টুপুর টাপুর বৃষ্টি ঝরে অবিরল।
অজয় নদীর জলে প্রবল প্লাবন,
নদীজলে উঠে ঢেউ করিছে গর্জন।
অজয় নদীতে বান কানায় কানায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।