শ্রাবণে বাদল নামে ..........নদীজল ঢুকে গ্রামে
শ্রাবণের বর্ষণ সিক্ত কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
অবিরাম জল ঝরে মুষল ধারায়,
পথঘাট নদী মাঠ জলে ভরে যায়।
শ্রাবণে বাদল নামে নদীতে প্লাবন,
ঝমাঝম বৃষ্টি নামে প্রবল বর্ষণ।
গুরু গুরু মেঘ ডাকে শব্দ শোনা যায়,
বিজুলি চমকি উঠে আকাশের গায়।
কোথা যেন বাজ পড়ে কড় কড় কড়,
ঝড়ে গাছপালা ভাঙে মড় মড় মড়।
নয়ন দিঘির ঘাট জলে গেছে ভরে,
মরাল মরালী দোঁহে জলকেলি করে।
চারিদিক ছেয়ে গেছে কচুরি পানায়,
শ্রাবণে বাদল নামে অঝোর ধারায়।
নদীতে জোয়ার আসে নদী উঠে ফুলে,
কূলভাঙা ঢেউ সব আছড়ায় কূলে।
কূলে বাঁধা তরীখানি নাহিক কাণ্ডারী,
লিখিল কবিতা কবি লক্ষ্মণ ভাণ্ডারী।