শোন শোন বিশ্ববাসী (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শোন শোন বিশ্ববাসী,
আমি মানুষকে ভালবাসি,
মানুষের পাশে থাকি তাই আমি মানুষকে ভালবাসি।
মানুষকে ভালবেসে মানুষের কাছে এসে
সুখেদুখে পাশে থাকো তার,
মানুষ ভালবাসবো তাদের সেবা করবো
এই হোক দৃঢ় অঙ্গীকার।
শোন শোন বিশ্ববাসী,
আমি মানুষকে ভালবাসি,
মানুষের হাতে হাত রাখি আমি মানুষকে ভালবাসি।
মানুষের পাশে থাকো অটুট বিশ্বাস রাখো
পর নয় মানুষ আপন,
ভালবাসো মানুষকে নিত্য তার পাশে থেকে
জয় করো মানুষের মন।
শোন শোন বিশ্ববাসী,
আমি মানুষকে ভালবাসি,
মানুষ আমার প্রাণের ঈশ্বর, আমি ঈশ্বর বিশ্বাসী।
জীবজ্ঞানে শিবসেবা সেবা কর নিশি দিবা
মানুষেরে কাছে টেনে নাও,
হবে মানুষের জয় নাহি ভয় নাহি ভয়
মানুষের জয়গান গাও।
শোন শোন বিশ্ববাসী,
আমি মানুষকে ভালবাসি,
মন্দিরে কাঁদে মাটির প্রতিমা, দেখ চেয়ে বিশ্ববাসী।
মানুষের পাশে থাকা এর নাম ভালবাসা
গড়ে উঠে প্রীতির বন্ধন,
মানুষ আপন হয় করিলে হৃদয় জয়
কহে কবি ভাণ্ডারী লক্ষ্মণ।
শোন শোন বিশ্ববাসী,
আমি মানুষকে ভালবাসি
মানুষ আমার জাগ্রত দেবতা আমি মানুষ ভালবাসি।