শুভ নববর্ষের কবিতা (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

নববর্ষ নবসাজে আজিকে এ ধরামাঝে
নববর্ষ করে আগমন,
নববর্ষে নবরাগে হৃদয়ে পুলক জাগে
সবাকার প্রফুল্লিত মন।

উদিল অরুণ রবি নববর্ষে নব ছবি
সোনা রোদ ঝরে আঙিনায়,
বাড়ির বেড়ার পাশে হিম পড়ে কচিঘাসে
তরুশাখে পাখি গীত গায়।

গ্রাম সীমানার কাছে অজয় তটিনী আছে
বর্ষে বর্ষে কুলু কুলু বয়,
অজয়ের দুই পারে ছোট গ্রাম দুই ধারে
কেহ নদ, কেহ নদী কয়।

অজয় নদীর ঘাটে যাত্রীদল পায়ে হাঁটে
বোঝা নিয়ে নদী হয় পার,
নববর্ষে নব ছবি আঁকিল লক্ষ্মণ কবি
লিখে কবি কবিতায় তার।