নববর্ষ আমাদের জাতীয় জীবনে এক নতুন প্রেরণার উৎস। এ দিনে আমরা জীর্ণ পুরাতনকে ভুলে যাই। সবার জীবন থেকে ‘জীর্ণ পুরাতন যাক ভেসে যাক’। নতুন বছরের শুরুতেই আমি আপনাদের জন্য শুভকামনা জানাচ্ছি। আপনাদের জীবনের প্রতিটি দিন হোক আনন্দময় এবং সাফল্যমণ্ডিত। আশা করি আমরা একসাথে আরও অনেক সুন্দর মুহূর্ত কাটাবো এবং একে অপরের পাশে দাঁড়াবো। নববর্ষের এই বিশেষ দিনে আপনাদের সকল স্বপ্ন পূরণ হোক এবং আপনাদের জীবনের প্রতিটি দিন তৈরি হোক নতুন সম্ভাবনার পানে এগিয়ে যাওয়ার সুযোগ। শুভ নববর্ষ ২০২৫

শুভ নববর্ষ ২০২৫ (বিবিধ কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

বর্ষে বর্ষে নববর্ষ কত খুশি কত হর্ষ
নববর্ষে হরষিত মন,
নুতন প্রভাত হয় শীতল সমীর বয়
পাখিসব করিছে কূজন।

কারো সাথে দেখা হলে শুভ নববর্ষ বলে
উভয়ে করমর্দন করে,
কেহ বলে হাসিমুখে বর্ষ যেন কাটে সুখে
একে অপরে জড়িয়ে ধরে।

আজি বনভোজনেতে সকলেই উঠে মেতে
যায় সবে অজয়ের তীর,
অজয় নদীর চরে সবে খায় পেটভরে
মাংস পোলাও আর ক্ষীর।

নববর্ষে নবছবি লিখিল লক্ষ্মণ কবি
সকলে চড়ে গরুর গাড়ি,
বনভোজনের পরে আসে রাঙাপথ ধরে
সকলেই ফিরে আসে বাড়ি।