দেবী বিসর্জন ..... শুভ বিজয়া দশমী
শুভ বিজয়ার কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

দেবী দুর্গা দশভূজা সকলেই করে পূজা
বাঙালির শ্রেষ্ঠ উত্সব,
দেবীর মন্দির মাঝে ঢাক ঢোল কাঁসি বাজে
শিশু সব করে কলরব।

ঢাকঢোল কাঁসি বাজে পূজার মণ্ডপ মাঝে
দশমীতে দেবী বিসর্জন,
দেবী বিসর্জন নয় দেবীর বিজয়া হয়
ভুল নাহি কর কদাচন।

গ্রাম সীমানার কাছে দেবীর মন্দির আছে
বিসর্জনের বাজনা বাজে,
নদীর ঘাটের কাছে হাত তুলে সবে নাচে
অজয়ের বালুচর মাঝে।

অজয়ের নদীজলে প্রতিমা ভাসান হলে
সকলেই ফিরে আসে ঘরে,
শুভ বিজয়ার পরে সকলে অপেক্ষা করে
দিন গুনে সারা বর্ষ ধরে।

খুশি গান কোলাহলে বিজয়া সমাপ্ত হলে
সকলেই ভাসে আঁখিনীরে,
অজয়ের নদীচরে শালিকেরা খেলা করে
বক উড়ে অজয়ের তীরে।