দেবী বিসর্জন ..... শুভ বিজয়া দশমী।
শুভ বিজয়ার কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

দশমীতে হয় জানি দেবী বিসর্জন,
দেবী বিসর্জন কভু না হয় কখন?
দেবীর বিজয়া হয়, বিসর্জন নয়,
তবু সবে কেন দেবী বিসর্জন কয়?

বিসর্জন মানে হয় অশুভ বিনাশ,
বিসর্জন মানে হয় অন্ধকার নাশ।
বিসর্জন মানে কর অজ্ঞানতা দূর,
বিসর্জনে নাহি শুনি আগমনী সুর।

দেবী আগমন হয় বিনাশ কারণ,
দেবী আগমনে হয় তম নিবারণ।
বিসর্জন মানে দেবী কৈলাশে গমন,
সারা বর্ষ তরে শুধু প্রতীক্ষিত মন।

শুন শুন বিশ্ববাসী, কহিল লক্ষ্মণ,
বিসর্জন নাহি কর করি আবাহন।
মৃণ্ময়ী রূপতে হয় দেবী বিসর্জন,
বিসর্জনকাব্য লিখে ভাণ্ডারী লক্ষ্মণ।