শ্রীকৃষ্ণের রাসযাত্রা (ধর্মীয় কবিতা)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পূর্ণিমার রাসযাত্রা মহা ধূমধাম,
মন্দিরেতে অবিরত চলে কৃষ্ণনাম।
পূর্ণিমার চাঁদ হাসে সুনীল গগনে,
অবিরাম হরিধ্বনি করে ভক্তজনে।
কীর্তনীয়া নিজ-গুণে কৃষ্ণ-গুণ গায়,
বাদকেরা নৃত্য করে শ্রীখোল বাজায়।
এসো এসো গৌরহরি গিরিধারী লাল,
দোহারিরা সুরে গায় বাজে করতাল।
শ্রীকৃষ্ণের প্রাণপ্রিয়া রাধা বিনোদিনী,
কৃষ্ণ সহ নৃত্য করে যতেক গোপিনী।
নিশিরাতে বাজে বাঁশি যত ব্রজবালা,
বাঁশি শুনে আসে ধেয়ে চলে রাসলীলা।
শ্রীকৃষ্ণের রাসলীলা অপূর্ব কথন,
কীর্তনীয়া গান গায় শুনে ভক্তজন।
যত গোপী তত কানু কৃষ্ণ মহিমায়,
লিখিল লক্ষ্মণ কবি তার কবিতায়।