শুভ ছট পূজা ( সূর্য পূজা)
কলমে কবি লক্ষ্মণ ভাণ্ডারী


ছট পূজা উৎসবে ভারি ধূম হয়,
ছট পূজা কেহ কেহ সূর্য পূজা কয়।
সূর্যের পূজা সবাই করে ভক্তি ভরে,
উপবাসী থাকি হবে সূর্য পূজা করে।


দাড়িম্ব কদলী আর আখগাছ সাথে,
ফলমূল সুমিষ্টান্ন ডালা লয়ে মারে।
সরোবরে জলে নামি করে উপাসনা,
প্রত্যুষে সকলে করে সূর্যের বন্দনা।


রাত্রি কাটৈ ভোর হয়ে হয় সূর্যোদয়,
সূর্যের বন্দনা করি পূজা শেষ হয়।
ছট পূজা কাব্যমালা হলো সমাপন,
কবিতা লিখিল কবি শ্রীমান লক্ষ্মণ।