শীতের কুয়াশা মেখে..... পথঘাট গেছে ঢেকে
শীতের কুয়াশামাখা কবিতা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের কুয়াশা মাখা সুন্দর সকাল,
পূবেতে উঠিল রবি রং তার লাল।
শীতল বাতাস বয় শীত লাগে গায়,
রবির কিরণ ঝরে মোর আঙিনায়।
নয়ন দিঘির ঘাটে ডাকে রাঙীগাই,
বাছুরী কোথায় গেল কাছে তার নাই।
রাঙাপথে গরুগাড়ি চলে সারি সারি,
দুই ধারে তালগাছ খেজুর সুপারি।
রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে,
মাঠভরা সোনাধান চাষী ধান কাটে।
সারাদিন ধান কাটে সাঁঝ হলে পরে,
দিনশেষে চাষীভাই ফিরে আসে ঘরে।
অজয় নদীর ঘাটে পড়ে আসে বেলা,
ডুবে রবি সাঙ্গ হয় দিবসের খেলা।
শীতের কুয়াশা মাখা কবিতার গান,
কবিতায় লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।