শীতের কুয়াশা মেখে..... পথঘাট গেছে ঢেকে
শীতের কুয়াশামাখা কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শীতের কুয়াশা মেখে এল শীতকাল,
সূর্য নাহি যায় দেখা শীতের সকাল।
শীতল বাতাস বয় আজি ভারি শীত,
তরুশাখে পাখিসব নাহি গায় গীত।

নয়ন দিঘির ঘাট কুয়াশায় ঢাকা,
ঘন কুয়াশায় কিছু নাহি যায় দেখা।
হিম পড়ে কচি ঘাসে প্রভাত সময়ে,
অজয় আপন বেগে শুধু চলে বয়ে।

গাঁয়ের পথের বাঁকে তালদিঘি আছে,
হাঁড়ি বাঁধি রাখে কেহ খেজুরের গাছে।
প্রভাতে ভ্রমণ করে হরিহর রায়,
শালমুড়ি দিয়ে হাঁটে পথে চৌমাথায়।

অজয়ের নদীঘাট স্বচ্ছ সুশীতল,
দিবারাতি অবিরল বহে কল কল,
অজয় নদীর কবি কাব্যের কাণ্ডারী,
লিখিল কবিতামালা লক্ষ্মণ ভাণ্ডারী।