শীতের কুয়াশা মেখে..... পথঘাট গেছে ঢেকে
শীতের কুয়াশামাখা কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

শীতল বাতাস বয় এল শীতকাল,
ছড়ায় কিরণ রবি শীতের সকাল।
ফুলবনে ফুল ফুটে পাখি গীত গায়,
রাখাল গরুর পাল নিয়ে মাঠে যায়

শীতের সকালে উঠে অরুণ তপন,
তরুশাখে বসি গীত গায় পাখিগণ।
রাখাল গরুর পাল নিয়ে চলে মাঠে,
সারি সারি গরুগাড়ি আসে নদীঘাটে।

কুয়াশামাখা প্রভাত শীত লাগে গায়,
হরিহর চা খায় বসি কেদারায়।
আঙিনায় শালিকেরা খুঁটে খায় ধান,
দূরে কোথা শোনা যায় বৈরাগীর গান।

সুশীতল নদীঘাট সমীরণ বয়,
বহিছে আপন বেগে তটিনী অজয়।
অজয় নদীর কবি ভাণ্ডারী লক্ষ্মণ,
লিখে কবি কাব্যপাঠ করে সুধীজন।