শীতের কুয়াশা মেখে..... পথঘাট গেছে ঢেকে
শীতের কুয়াশামাখা কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের সকালে ঢাকা ঘন কুয়াশায়,
পথঘাট চারিদিক দেখা নাহি যায়।
উত্তরে হাওয়া বয় শীত লাগে গায়ে,
তাল খেজুরের গাছ রাঙাপথ বাঁয়ে।
প্রভাত পাখিরা কাঁপে তরুর শাখায়,
সারি সারি গরুগাড়ি দূর গাঁয়ে যায়।
বিন্দু গোয়ালিনী বধূ শাল গায়ে দিয়ে,
দুধের বালতি হাতে আসে দুধ নিয়ে।
কাঠ জ্বেলে হরিহর আগুন পোহায়,
অজয় নদীর ঘাট দূরে দেখা যায়।
মুখ ঢাকি ঘোমটায় রাঙা শাড়ি পরে,
নদী হতে জল নিয়ে বধূ আসে ঘরে।
কুলু কুলু বহিতেছে তটিনী অজয়,
কুয়াশার জলছবি যেন মনে হয়।
নদীঘাট ছেয়ে আছে ঘন কুয়াশায়,
ভাণ্ডারী লক্ষ্মণ কবি লিখে কবিতায়।
--