শীতের কুয়াশা মেখে..... পথঘাট গেছে ঢেকে
শীতের কুয়াশামাখা কবিতা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কুয়াশা ছেয়েছে মেঘে শীতের সকালে,
বসে আছে কাক এক রান্নাঘর চালে।
উত্তরে হাওয়া বয় আজ খুব শীত,
তরুর শাখায় বসে পাখি গায় গীত।
পূবেতে অরুণ রবি ছড়ায় কিরণ,
আঙিনায় পাখিদের মধুর মিলন।
বাঁশি হাতে মাঠে চলে গাঁয়ের রাখাল,
সারাদিন মাঠে কাটে নিয়ে গরুপাল।
কাঠ জ্বেলে হরিদাসী আগুন পোহায়,
আঙিনায় বসে শিশু গুড়মুড়ি খায়।
শীতের কুয়াশা মাখা তালদিঘি পাড়ে,
কুকুরেরা ঘেউ ঘেউ করে ডাক ছাড়ে।
গ্রাম ছাড়ি পূবদিকে চাঁপাডাঙা মাঠ,
গ্রাম সীমানায় আছে অজয়ের ঘাট।
ঘন কুয়াশায় ঢাকা কাঁপে শালবন,
শীতের কবিতা লিখে শ্রীমান লক্ষ্মণ।