শীতের কুয়াশা মেখে..... পথঘাট গেছে ঢেকে
শীতের কুয়াশামাখা কবিতা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের সকালে উঠে অরুণ তপন,
পাখি সব গীত গায় হরষিত মন।
রাখাল গরুর পাল নিয়ে যায় মাঠে,
সারি সারি গরুগাড়ি আসে নদীঘাটে।
উত্তরে হাওয়া বয় শীত লাগে গায়,
হরিসাধন চা খায় বসি কেদারায়।
আঙিনায় মেজ বউ ধরায় উনুন,
খড় ঘুঁটে দিয়ে জ্বালে কাঠের আগুন।
ঘন কুয়াশায় দূরে নাহি যায় দেখা,
মাথায় গামছা বাঁধি চাষী চলে একা।
পথের কুকুরগুলো ঘন ডাক ছাড়ে,
রাঙীগাই ডাক দেয় পুকুরের পাড়ে।
অজয়ের নদীচরে সোনা রোদ ঝরে,
নদী হতে জল নিয়ে বধূ আসে ঘরে।
কনকনে শীত তাই পথ চলা দায়,
লিখেন লক্ষ্মণ কবি তার কবিতায়।