শীতের কুয়াশা মেখে..... পথঘাট গেছে ঢেকে
শীতের কুয়াশামাখা কবিতা (তৃতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
কুয়াশায় চারিদিক দেখা নাহি যায়,
ম্লান হয়ে সোনা রবি কিরণ ছড়ায়।
বৈরাগী প্রভাতী গায় নিশি ভোর হলে,
কাস্তে হাতে কৃষকেরা মেঠোপথে চলে।
মাঠে মাঠে ধান কাটে কৃষক সকল,
উড়ে যায় ঝাঁকে ঝাঁকে শালিকের দল,
ফুল বনে ফুল ফুটে শীতের সকাল,
গরু মোষ নিয়ে যায় গাঁয়ের রাখাল।
উত্তরে হাওয়া বয় শীত লাগে গায়ে,
সারি সারি তালগাছ দিঘিঘাট বাঁয়ে।
শীতে কাঁপি ঠক ঠক পথ চলা দায়,
কাঠ জ্বেলে বেনেবুড়ি আগুন পোহায়।
অজয়ের নদীঘাটে সরু বালুচরে,
বলাকার দল আসি নিত্য খেলা করে।
অজয় নদীর কবি লক্ষ্মণ ভাণ্ডারী,
ছন্দময় কাব্য লিখে কাব্যের কাণ্ডারী।