শিক্ষক দিবসের কবিতা (প্রথম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শিক্ষার আলোক তুমি শিক্ষার জগতে,
জ্ঞানের প্রদীপ তুমি সেই জানে চিত্তে
অজ্ঞান যে। হে শিক্ষক! তুমি শিক্ষাদাতা,
শিক্ষাচার্য তুমি, শিক্ষার ভাগ্য বিধাতা।
বন্দিব আচার্য আজি তব শ্রীচরণ,
তব করুণায় আমি বিদ্যা করি আহরণ।
তব সুশিক্ষায় আমি বিদ্যাভ্যাস করি,
জ্ঞানের সাগরে আমি ভাসালাম তরী।
অজ্ঞান আঁধারে তুমি জ্ঞানের বর্তিকা,
জ্ঞানের আলোকে দিব্য প্রদীপের শিখা।
তব শ্রীচরণে যেন থাকে মম মতি,
শিক্ষাগুরু তুমি মম জানাই প্রণতি।
শিক্ষক দিবস আজি শুন ছাত্রগণ,
শিক্ষকের কর পূজা ধরি শ্রীচরণ।
শিক্ষাগুরু দীক্ষাগুরু পূজা শ্রীচরণ,
কবিতায় কহে কবি শ্রীমান লক্ষ্মণ।