কুয়াশা মাখা আকাশ..........এসে গেল পৌষমাস
শীতের কবিতা মালা (নবম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পৌষ মাসে শীত ভারি তাল খেজুরের সারি
খেজুরের গাছে বাঁধা হাঁড়ি,
আসে রাঙা পথ ধরে ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে
সারি দিয়ে চলে গরুগাড়ি।
বারান্দায় হর রায় বসি আরাম কেদারায়
চুমুক দেয় গরম চায়।
মাটিলেপা আঙিনায় উনুনে কাঠ জ্বালায়
হরিদাসী আগুন পোহায়।
দিঘি তার কালো জলে মরাল মরালী খেলে
পাড়ে তার সারি সারি গাছ,
নয়ন দিঘির ঘাটে জেলেরা সাঁতার কাটে
জাল দিয়ে ধরে রুই মাছ।
নদীধারে বটগাছে পাখিদের বাসা আছে
পাখিসব করিছে কূজন,
গ্রাম সীমানার কাছে অজয় তটিনী আছে
লিখে কবি শ্রীমান লক্ষ্মণ।