কুয়াশা মাখা আকাশ..........এসে গেল পৌষমাস
শীতের কবিতা মালা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শীতে ঘন কুয়াশায় কিছু নাহি দেখা যায়
পৌষমাসে শীত লাগে ভারি,
গাঁয়ের পথের বাঁকে উঁচু তালগাছ থাকে
নারকেল খেজুর সুপারি।
নয়ন দিঘির পাড়ে ছাতিম গাছের আড়ে
শুনি কভু ঘুঘুপাখি ডাকে,
গ্রাম সীমানার কাছে ফলের দোকান আছে
শিব মন্দির পথের বাঁকে।
শীতের সকালে রবি রচিল রঙিন ছবি
সোনা রবি কিরণ ছড়ায়,
রাঙাবধূ শাড়ি পরে জল নিয়ে যায় ঘরে
তরুশাখে পাখি গীত গায়।
অজয় নদীর চরে শালিকেরা খেলা করে
ঠাণ্ডা হিমেল হাওয়া বয়,
হিমের পরশ লাগে ফুলবনে পাখি জাগে
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়।