কুয়াশা মাখা আকাশ..........এসে গেল পৌষমাস
শীতের কবিতা মালা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পৌষমাসে ভারি শীত পাখিসব গাহে গীত
সুশীতল বহে সমীরণ,
প্রভাত পাখিরা জাগে আজি ভারি শীত লাগে
কাঁপে আম কাঁঠালের বন।
আমাদের বীনা মাসি শীতে হয় সর্দি কাশি
শাল গায়ে আগুন পোহায়।
ও পাড়ার রায়বাবু শীতে হয়ে গেছে কাবু
বাঁচে কিনা বলা ভারি দায়।
পথে খেজুরের গাছে ভাঁড় এক বাঁধা আছে
খেজুরের রস পড়ে ভাঁড়ে,
রেল লাইনের পরে কু কু ঝিক ঝিক করে
আটটার রেলগাড়ি ছাড়ে।
নদীর ঘাটের কাছে চায়ের দোকান আছে
যাত্রীরা সব বসে চা খায়,
শীতের সকাল বেলা ঘাটে লোকজন মেলা
লিখিল লক্ষ্মণ কবিতায়।