কুয়াশা মাখা আকাশ..........এসে গেল পৌষমাস
শীতের কবিতা মালা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের কুয়াশা মাখা আকাশ মেঘেতে ঢাকা
প্রভাতের সূর্য মুখ ঢাকে,
গাঁয়ের রাখাল ছেলে গরু নিয়ে মাঠে চলে
বাঁশের বাঁশিটি হাতে থাকে।
মাটির পাঁচিলে ঘেরা বাড়ির পাশেই বেড়া
আঙিনায় বসে দাশু বুড়ি,
চৌদিক ধোঁয়ায় ভরে মাটির উনুন পরে
খোলা রেখে ভাজে খইমুড়ি।
গাঁয়ের পথের ধারে তালগাছ সারে সারে
খেজুরের গাছে বাঁধা হাঁড়ি,
সবুজ ঘাসের পরে নিশির শিশির ঝরে
রাঙাপথে চলে গরুগাড়ি।
অজয়ের নদীঘাটে সারাদিন বেলা কাটে
ঠাণ্ডা হিমেল হাওয়া বয়,
অজয় নদীর ছবি লিখিল লক্ষ্মণ কবি
ছন্দময় কাব্য মনে হয়।