কুয়াশা মাখা আকাশ..........এসে গেল পৌষমাস
শীতের কবিতা মালা (পঞ্চম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

পূবেতে অরুণ হাসে শীতের সকাল আসে
আঙিনায় সোনা রোদ ঝরে,
দিঘি হতে জল নিয়ে আসে রাঙাপথ দিয়ে
রাঙাবধূ চলে নিজ ঘরে।

আজি শীতের সকালে কাঠের আগুন জ্বালে
বিধু বুড়ি আগুন পোহায়,
তুষের আগুন জ্বেলে দেখি তার দুই ছেলে
ধান সিদ্ধ করে আঙিনায়।

চাষীবধূ উনুনেতে মুড়ি ভাজে খোলা পেতে
ছোট শিশু গুড়মুড়ি খায়,
আঙিনায় হাঁস দুটি চলে ফিরে গুটিশুটি
বিড়ালটি বসে বারান্দায়।

অজয় নদীর চরে সোনা ঝরা রোদ ঝরে
যাত্রীদল নদী পার হয়,
শীতের সকালবেলা, শালিকের বসে মেলা
কবি লক্ষ্মণ ভাণ্ডারী কয়।