কুয়াশা মাখা আকাশ..........এসে গেল পৌষমাস
শীতের কবিতা মালা (চতুর্থ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
পৌষমাস শীতকাল উদিত অরুণ লাল
প্রভাত পাখিরা গায় গান,
আঙিনায় চাষীভাই করিছে ধান মাড়াই
আঙিনায় গোলাভরা ধান।
শীতল সমীর বয় নতুন সকাল হয়
রাঙাপথে হিম পড়ে ঘাসে,
বধূ রাঙাশাড়ি পরে আসে রাঙাপথ ধরে
দিঘিঘাটে জল নিতে আসে।
পাখিদের বসে মেলা আঙিনায় করে খেলা
কেহ কেহ ধান খায় খুঁটে,
মুড়ি ভাজে বড় বধূ বেড়াধারে ছোট বধূ
মাটির পাঁচিলে দেয় ঘুঁটে।
অজয় নদীর পারে হাট বসে বুধবারে
বেচাকেনা করে লোকজন,
অজয়ের নদীজল বয়ে চলে কল কল
কহে কবি শ্রীমান লক্ষ্মণ।