কুয়াশা মাখা আকাশ..........এসে গেল পৌষমাস
শীতের কবিতা মালা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
শীতের আমেজ লাগে তরুশাখে পাখি জাগে
উত্তরে ঠাণ্ডা হাওয়া বয়,
আকাশ মেঘলা আজি কুয়াশায় তরুরাজি
জলছবি যেন মনে হয়।
শীতের সকাল বেলা পাখিদের বসে মেলা
মাটির পাঁচিল আঙিনায়,
বাড়ির বেড়ার পাশে হিম পড়ে কচিঘাসে
বনটিয়া শিস দিয়ে যায়।
গাঁয়ের পথের বাঁকে পানের দোকান থাকে
বেচুরাম বেচে সেথা পান,
পাশ তার বিধু বুড়ি বেচে চপ ঝালমুড়ি
ছোট তার চায়ের দোকান।
গ্রাম সীমানার কাছে অজয়ের ঘাট আছে
হাট বসে সেথা রবিবার,
লক্ষ্মণ ভাণ্ডারী কবি অজয় ঘাটের ছবি
আঁকে কবি কবিতায় তার।