কুয়াশা মাখা আকাশ..........এসে গেল পৌষমাস
শীতের কবিতা মালা (দ্বিতীয় পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

পৌষমাস এল ভাই কনকনে শীত তাই
শীতে কাঁপে খেজুরের বন,
আজি ঘন কুয়াশায় কিছু নাহি দেখা যায়
শীতকালে প্রবল বর্ষণ।

স্যুট কোট বুট পায়ে দামী রেনকোট গায়ে
পথ চলে নিশিকান্ত রায়,
আসে রাঙাপথ ধরে রাঙাপাড় শাড়ি পরে
জল নিয়ে বধূ ঘরে যায়।

সারাদিন বৃষ্টি ঝরে লোক চলে ছাতা ধরে
পথেঘাটে জমে কত জল,
গুরু গুরু ডাকে মেঘ বাড়ে বাতাসের বেগ
ঘূর্ণিঝড় বহে অবিরল।

বাদলের ধারা নামে বৃষ্টি কভু নাহি থামে
কনকনে শীত লাগে গায়,
লিখিল লক্ষ্মণ কবি শীতের বাদল ছবি
লিখে কবি তার কবিতায়।