পূজা যত আসে কাছে....পুলকে হৃদয় নাচে
শরতের আগমনী কবিতা (অষ্টম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী



আশ্বিনের শারদ প্রাতে প্রভাতের ঝঞ্ঝা বাতে প্রস্ফুটিত শিউলির কলি,
শরতের আগমনে ফুল ফুটে বনে বনে
গুঞ্জরিয়া আছে যত অলি।

আসিল আশ্বিন মাস কচি কচি দূর্বা ঘাস
শিশিরে সিক্ত প্রভাত বেলা,
শরতের সোনা রবি আঁকিল সোনার ছবি
গগনে সাদা মেঘের ভেলা।

মন্দিরে সকাল সাঁঝে ঢাকঢোল ঘন্টা বাজে
এসে গেল পূজার সময়,
হৃদয়ে পুলক জাগে শরতের রং লাগে
পুলকিত সবার হৃদয়।

হেরি অজয়ের পারে  কাশফুল দুইধারে
সাদা কাশফুল ফুটে রয়।
নীল আকাশের গায় শঙ্খচিল উড়ে যায়
কুলু কুলু শব্দে নদী বয়।