পূজা যত আসে কাছে....পুলকে হৃদয় নাচে
শরতের আগমনী কবিতা (সপ্তম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আসিল আশ্বিন মাস কচি কচি দূর্বা ঘাস
শিশিরে সিক্ত প্রভাত বেলা,
শরতের সোনা রবি আঁকিল সোনার ছবি
গগনে সাদা মেঘের ভেলা।
মন্দিরে সকাল সাঁঝে ঢাকঢোল ঘন্টা বাজে
এসে গেল পূজার সময়,
হৃদয়ে পুলক জাগে শরতের রং লাগে
পুলকিত সবার হৃদয়।
অজয়ের দুই পারে কাশফুল ধারে ধারে
সকালের সোনারোদ ঝরে,
বক বসে নদীচরে ছোট ছোট মাছ ধরে
শালিকের দল খেলা করে।
দিবসের অবসানে পাখিদের গানে গানে
অস্ত যায় দিবসের রবি,
মন্দিরে সকাল সাঁঝে ঢাক ঢোল কাঁসি বাজে
লিখে শ্রীমান লক্ষ্মণ কবি।