পূজা যত আসে কাছে....পুলকে হৃদয় নাচে
শরতের আগমনী কবিতা (ষষ্ঠ পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী
আশ্বিনের পূণ্যমাসে প্রতি বছরেতে আসে
দুর্গাপূজা ভারি ধূমধাম,
পাঁচটি দিনের তরে জীবন খুশিতে ভরে
আনন্দের নাহিক বিরাম।
সবুজ ধানের খেতে সমীরণ ওঠে মেতে
হৃদয়ে খুশির ঢেউ জাগে,
নদীতীরে দুইকূলে শোভা দেয় কাশফুলে
দৃশ্য হেরি অপরূপ লাগে।
ফুটিল শিউলি ফুল কামিনী জুঁই বকুল
টগর ফুটিল ফুলবনে,
সরোবরে বিকশিত শতদল প্রস্ফুটিত
সুরভিত অলির গুঞ্জনে।
অজয় নদীর বাঁকে ওড়ে বক ঝাঁকেঝাঁকে
রাঙাপথে চলে গোরুগাড়ি,
শরতের সাদামেঘ ধায় অতি দ্রুতবেগ
দেয় তারা দূরদেশে পাড়ি।
পূজা এসে গেল কাছে কটা দিন বাকি আছে
ঘরে ঘরে তার আয়োজন।
ঢাক বাজে কাঁসি বাজে দেবীর মন্দির মাঝে
দেবী মার শুভ আগমন।