পূজা যত আসে কাছে....পুলকে হৃদয় নাচে
শরতের আগমনী কবিতা (দশম পর্ব)
কলমে- কবি লক্ষ্মণ ভাণ্ডারী

আশ্বিনের পূণ্যমাসে প্রতি বছরেতে আসে
দুর্গাপূজা ভারি ধূমধাম,
পাঁচটি দিনের তরে জীবন খুশিতে ভরে
আনন্দের নাহিক বিরাম।

ফুটিল শিউলি ফুল টগর বেলি বকুল
ফুলের সুগন্ধে আসে অলি,
সরোবরে বিকশিত শতদল প্রস্ফুটিত
ফুটিল শত কমল কলি।


শিশিরের বিন্দু ঝরে সবুজ ঘাসের পরে
পূবেতে উঠিল সোনা রবি,
অজয়ের দুইকূলে ভরে আছে কাশফুলে
শরতের অপরূপ ছবি।


ডাকি মাগো বর্ষ ধরে এসো মা ধরার পরে
ডাকি মাগো তোমা বারেবার,
দুঃখকষ্ট সব নাও সুখ দাও শান্তি দাও
সুখী হোক সব পরিবার।


রচিয়া প্যাণ্ডেলমালা রাখিয়া বরণ ডালা
সকলেই করিছে আহ্বান,
দেবী দুর্গা দশভূজা সকলেই করে পূজা
লিখে কবি লক্ষ্মণ শ্রীমান।